ইতিহাসের এ দিনে : ১ আগস্ট

ইতিহাসের এ দিনে : ১ আগস্ট

১৪৯৮ সালের আজকের এ দিনে ক্রিস্টেফার কলম্বাস আমেরিকার মূল ভূ-খন্ডে পদার্পণ করেন।
১৬৪৮ সালের আজকের এ দিনে সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়।
১৬৭২ সালের আজকের এ দিনে ব্রিটিশ বিচার ব্যবস্থা চালু হয়।
১৬৯৮ সালের আজকের এ দিনে ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৪ সালের আজকের এ দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ সালের আজকের এ দিনে স্যার জোসেফ প্রিস্টল অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪ সালের আজকের এ দিনে ব্রিটিশ উপনিবেশগুলোতে দাস প্রথা বাতিল হয়।
১৮৪৬ সালের আজকের এ দিনে প্রিন্স দ্বারকানথ ঠাকুর মৃত্যুবরন করেন।
১৯১৪ সালের আজকের এ দিনে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আংশিক সূচনা।
১৯৫৫ সালের আজকের এ দিনে ভারতের ক্রিকেটার অরূনলাল জন্মগ্রহণ করেন।
১৯৭২ সালের আজকের এ দিনে বাংলাদেশকে পেরুর স্বীকৃতি।
১৯৮০ সালের আজকের এ দিনে বাংলাদেশে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত।
১৯৮৭ সালের আজকের এ দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মৃত্যুবরন করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪০ঘ.)