ইতিহাসের এ দিনে, ৪ আগস্ট

ইতিহাসের এ দিনে, ৪ আগস্ট

১১৮৭ সালের এ দিনে ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সালাউদ্দিন পরাজিত করেন।
১১৮৭ সালের এ দিনে সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।
১৭০০ সালের এ দিনে তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।
১৭৭৬ সালের এ দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
১৭৭৬ সালের এ দিনে জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত।
১৮০২ সালের এ দিনে মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
১৮২৭ সালের এ দিনে নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।
১৮২৮ সালের এ দিনে উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ সালের এ দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৪৮ সালের এ দিনে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
১৮৫৬ সালের এ দিনে মৌলভী আহমাদ উল্লাহ ও লাখনৌর বেগম হযরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।
১৮৭০ সালের এ দিনে লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১৮৮১ সালের এ দিনে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
১৯০৪ সালের এ দিনে পানামা খালের খনন কাজ শুরু।
১৯১৪ সালের এ দিনে জার্মানি বেলজিয়াম দখল করে।
১৯২০ সালের এ দিনে সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ সালের এ দিনে বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।
১৯৩৫ সালের এ দিনে ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” নির্মাণ শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
১৯৪০ সালের এ দিনে ইতালিয়ান সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে।
১৯৪১ সালের এ দিনে নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।
১৯৪২ সালের এ দিনে ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৩ সালের এ দিনে কুর্স্কের যুদ্ধ শুরু হয়।
১৯৪৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
১৯৪৭ সালের এ দিনে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।
১৯৫১ সালের এ দিনে চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।
১৯৭২ সালের এ দিনে উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
১৯৭২ সালের এ দিনে দুই কোরিয়া পুনরায় একত্রী করণের লক্ষ্যে প্রথমবারের মত সরকারি ভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।
১৯৭৮ সালের এ দিনে ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
১৯৮২ সালের এ দিনে ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।
১৯৮৭ সালের এ দিনে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
১৯৮৭ সালের এ দিনে চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তত্কালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাত করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন।
২০০১ সালের এ দিনে মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১১ সালের এ দিনে থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১৭ঘ.)