ইতিহাসের এ দিনে : ৯ আগস্ট

ইতিহাসের এ দিনে : ৯ আগস্ট

১১৭৩ সালের এ দিনে পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়।
১৬৫৫ সালের এ দিনে লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন।
১৮১০ সালের এ দিনে নেপোলিয়ান ওয়েস্টফালিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
১৮৩১ সালের এ দিনে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।
১৮৪২ সালের এ দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্ত রেখা চিহ্নিত।
১৮৫৮ সালের এ দিনে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবলস স্থাপন সমাপ্ত।
১৯০২ সালের এ দিনে সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১০ সালের এ দিনে আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের প্যাটেন্ট লাভ করেন।
১৯১১ সালের এ দিনে উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
১৯১২ সালের এ দিনে ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়।
১৯১৯ সালের এ দিনে ইরান ও বৃটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২০ সালের এ দিনে সিরিয়ার স্বাধীনতা লাভ।
১৯৪২ সালের এ দিনে দেশব্যাপী ‘ভারত ছাড়’ বা বিয়াল্লিশের আগস্ট আন্দোলন শুরু হয়।
১৯৪৫ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কতৃক ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, ৩৯ হাজার লোকের মৃত্যু।
১৯৫৮ সালের এ দিনে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়।
১৯৬৫ সালের এ দিনে সিঙ্গাপুর-এর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ
১৯৭৪ সালের এ দিনে ওয়াটারগেট কেলেংকারীর কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিক্সন-এর পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব প্রহণ।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯২৪ঘ.)