ইতিহাসের এ দিনে : ১৩ আগস্ট

ইতিহাসের এ দিনে : ১৩ আগস্ট

১৫৯৮ সালের এ দিনে ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন৷
১৬৪৫ সালের এ দিনে সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে।
১৭৪০ সালের এ দিনে রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয়।
১৭৮৪ সালের এ দিনে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।
১৭৮৪ সালের এ দিনে ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সম্বলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়।
১৭৯২ সালের এ দিনে ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে।
১৮৬৮ সালের এ দিন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।
১৮৮৯ সালের এ দিনে উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন।
১৯২৩ সালের এ দিনে মোস্তাফা কামার পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬০ সালের এ দিনে মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৬১ সালের এ দিনে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৬৪ সালের এ দিনে ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৭২ সালের এ দিনে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হয়।
২০০৮ সালের এ দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪০ঘ.)