ইতিহাসের এ দিনে : ১৬ আগস্ট

ইতিহাসের এ দিনে : ১৬ আগস্ট

১৬৮৭ সালের এ দিনে জোব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।
১৮২৫ সালের এ দিনে বালিভিয়াকে প্রজাতন্ত্রর ঘোষণা করা হয়।
১৮৩৪ সালের এ দিনে চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।
১৮৫৮ সালের এ দিনে ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
১৮৬৭ সালের এ দিনে কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮৯৮ সালের এ দিনে এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।
১৯০৪ সালের এ দিনে নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।
১৯০৫ সালের এ দিনে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন কার্যকর করেন।
১৯১০ সালের এ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ সালের এ দিনে জার্মান সেনাবাহিনী লুইকের একটি দুর্গ দখল করে।
১৯৩২ সালের এ দিনে মীরাট ষড়যন্ত্র মামলায় মুজফফর আহমদ, এসএ ডাঙ্গে, পিসি যোশীসহ ১৮ জন সমাজ বিপ্লবী অপরাধী সাব্যস্ত হন।
১৯৩৪ সালের এ দিনে মার্কিন অভিযাত্রী বারমুডার কাছে সমুদ্রের ৩.০৮ ফুট [১.৯২২ মিটার] তলদেশে নামেন।
১৯৪৬ সালের এ দিনে মুসলিম লীগ ‘ডাইরেক্ট এ্যাকশন ডে’ পালনকালে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।
১৯৬০ সালের এ দিনে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার পর শেষ পর্যন্ত সাইপ্রাস দ্বীপ স্বাধীনতা লাভ করে৷
১৯৭৫ সালে এ দিনে সৌদি আরব ও সুদান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
২০০৮ সালে এ দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন হিটে তাঁর করা নতুন অলিম্পিক রেকর্ড আবার ভেঙ্গে ৮:১৪.১০ সময়ে নতুন অলিম্পিক তথা নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৬ঘ.)