ইতিহাসের এ দিনে : ২৬ আগস্ট

ইতিহাসের এ দিনে : ২৬ আগস্ট

১৩০৩ সালের এ দিনে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।
১৭৬৮ সালের এ দিনে ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ সালের এ দিনে ফরাসী বিপ্লব বিজয় লাভের পর সেদেশের সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮২১ সালের এ দিনে আর্জেন্টিনার বয়েন্স আয়ারেস বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৮৮৩ সালের এ দিনে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১০ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন মাদার তেরেসা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী।
১৯১০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম জেম্‌স, তিনি ছিলেন মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৯১৪ সালের এ দিনে ফ্রান্স ও ব্রিটেন জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে।
১৯২০ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ সালের এ দিনে কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।
১৯৪১ সালের এ দিনে উপ মহাদেশে মওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ সালের এ দিনে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ সালের এ দিনে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ করে।
১৯৭০ সালের এ দিনে সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।
২০০৫ সালের এ দিনে বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/১৭৫৮ঘ.)