ইতিহাসের এ দিনে : ২৭ আগস্ট

ইতিহাসের এ দিনে : ২৭ আগস্ট

১২২৭ সালের এ দিনে মুসলমানদের প্রথম নৌ যুদ্ধ সংঘটিত হয়।
১৭৮৯ সালের এ দিনে ফরাসী জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা করা হয়।
১৮৭০ সালের এ দিনে শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
১৮৮৩ সালের এ দিনে ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।
১৮৮৯ সালের এ দিনে প্রথম বারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।
১৯১৬ সালের এ দিনে রোমানিয়া অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২৮ সালের এ দিনে প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।
১৯৩২ সালের এ দিনে আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯৫৮ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।
১৯৬৯ সালের এ দিনে ইসরায়েলের কমান্ডোরা মিসরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিসরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।
১৯৭১ সালের এ দিনে লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।
১৯৮৮ সালের এ দিনে প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
১৯৯১ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ সালের এ দিনে ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪২ঘ.)