ইতিহাসের এ দিনে : ৩১ আগস্ট

ইতিহাসের এ দিনে : ৩১ আগস্ট

১৮৪৮ সালের এ দিনে সংবাদপত্রে প্রথমবারের মত আবাহাওয়া বার্তা ছাপা হয়।
১৮৫৮ সালের এ দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
১৯৫৭ সালের এ দিনে মালেশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২ সালের এ দিনে ল্যাটিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো বৃটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ সালের এ দিনে ভারতের তৈরী উপগ্রহ রোহিনী আকাশপথে যাত্রা করে।
১৯৭৫ সালের এ দিনে বাংলাদেশকে গণ চীন স্বীকৃতি দেয়।
১৯৭৭ সালের এ দিনে রেস্লিং জগতের খ্যাত জেফ হার্ডি জন্মগ্রহণ করেন।
১৯৮২ সালের এ দিনে স্প্যানিশ গোলকিপার পেপে রিয়ানা জন্মগ্রহণ করেন।
১৯৯৭ সালের এ দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা যান।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩৯ঘ.)