ইতিহাসের এ দিনে : ১ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ১ সেপ্টেম্বর

১৯১৪ সালের এ দিনে রাশিয়ার সেন্ট. পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
১৯৩৯ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যুদ্ধের সূচনা করে।
১৯৬৯ সালের এ দিনে লিবিয়াতে এক বিদ্রোহের মাধ্যমে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।
১৯৯১ সালের এ দিনে উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
২০০৪ সালের এ দিনে রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের অপহরণ করে।
১৮৮৪ সালের এ দিনে হেনরী ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট জন্মগ্রহণ করেন।
১৮৫৬ সালের এ দিনে সার্গেই উইনোগার্ডস্কি রুশ অণুজীব বিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
১৯১৮ সালের এ দিনে মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের এ দিনে হাকান শুকুর জন্মগ্রহণ করেন, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।
১৯৮৮ সালের এ দিনে মুশফিকুর রহিম জন্মগ্রহণ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, উইকেটরক্ষক এবং অধিনায়ক।
১১৫৯ সালের এ দিনে পোপ চতুর্থ অ্যাড্রেইন মৃত্যুবরণ করেন।
১৫৫৭ সালের এ দিনে জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী মৃত্যুবরণ করেন। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
১৫৭৪ সালের এ দিনে গুরু অমর দাস তৃতীয় মৃত্যুবরণ করেন।
১৫৮১ সালের এ দিনে গুরু অমর দাস চতুর্থ মৃত্যুবরণ করেন।
১৬৪৪ সালের এ দিনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৬৪৮ সালের এ দিনে মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মৃত্যুবরণ করেন।
১৬৮৭ সালের এ দিনে হেনরি মুর, ইংরেজ দার্শনিক মৃত্যুবরণ করেন।
১৭১৫ সালের এ দিনে চতুর্দশ লুইস ফ্রান্সের রাজা মৃত্যুবরণ করেন।
১৯৩০ সালের এ দিনে জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মৃত্যুবরণ করেন।
১৯৮২ সালের এ দিনে হার্সেল কুরি মার্কিন গনিতবিদ মৃত্যুবরণ করেন।
২০০৪ সালের এ দিনে মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্রান্ড মৃত্যুবরণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭১০ঘ.)