ইতিহাসের এ দিনে : ২১ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ২১ সেপ্টেম্বর

১৭৯২ সালের এ দিনে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
১৮৫৭ সালের এ দিনে দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৯৪২ সালের এ দিনে ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।
১৯৬৪ সালের এ দিনে যুক্তরাজ্যের নিকট থেকে মাল্টা স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ সালের এ দিনে হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
১৯৮০ সালের এ দিনে ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।
১৯৮১ সালের এ দিনে যুক্তরাজ্যের নিকট থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৪ সালের এ দিনে ব্রুনেই জাতিসংঘে যোগদান করে।
১৯৮৯ সালের এ দিনে সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙ্গে যায়।
১৯৯১ সালের এ দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।
২০১৩ সালের এ দিনে আল শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১২২৫ঘ.)