ইতিহাসের এ দিনে : ২২ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ২২ সেপ্টেম্বর

আজ বিশ্ব গাড়িমুক্ত দিবস।
১৪৯৯ সালের এ দিনে বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
১৫৯৯ সালের এ দিনে লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
১৭১১ সালের এ দিনে ফরাসি সেনাবাহিনী রিও ডি জেনিরো দখল করে।
১৭৩৫ সালের এ দিনে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল।
১৭৯২ সালের এ দিনে ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮২৮ সালের এ দিনে বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলু সাম্রাজের প্রতিষ্ঠাতা শাকা তার বৈমাত্রিয় দুই ভাইয়ের হাতে নিহত হয়েছিলেন।
১৮৬০ সালের এ দিনে ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়।
১৮৬২ সালের এ দিনে আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।
১৯৬২ সালের এ দিনে নিউ ইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।
১৯০৮ সালের এ দিনে উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে বুলগেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬০ সালের এ দিনে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।
১৯৬৫ সালের এ দিনে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৮০ সালের এ দিনে ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৯৩ সালের এ দিনে রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।
১৯৯৩ সালের এ দিনে পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়।
১৯৯৭ সালের এ দিনে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১২২৫ঘ.)