ইতিহাসের এ দিনে : ৩০ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ৩০ সেপ্টেম্বর

১৬৬৭ সালের এ দিনে অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।
১৮৬০ সালের এ দিনে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৮৮২ সালের এ দিনে প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
১৯২২ সালের এ দিনে বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৮ সালের এ দিনে পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।
১৯২৯ সালের এ দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৮ সালের এ দিনে জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৩৯ সালের এ দিনে পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ সালের এ দিনে ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৩৯ সালের এ দিনে পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।
১৯৪৭ সালের এ দিনে পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
১৯৬৬ সালের এ দিনে বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদযাপন করে।
১৯৯২ সালের এ দিনে বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৩ সালের এ দিনে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭২০ঘ.)