সেন্টমার্টিন সীমান্তে বিজিবি মোতায়েন, পাহারায় থাকবে ২৪ ঘণ্টা

সেন্টমার্টিন সীমান্তে বিজিবি মোতায়েন, পাহারায় থাকবে ২৪ ঘণ্টা

মিয়ানমার সীমান্তবর্তী দ্বীপ সেন্টমার্টিনে পাহারার জন্য ভারি অস্ত্রসহ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত পাহারার অংশ হিসেবে সরকারি সিদ্ধান্তে এটি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।

রবিবার বিকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মোহসীন রেজা বলেন, ‘মিয়ানমার সীমান্তে এর আগেও বিজিবি সদস্য মোতায়েন ছিল। তবে ১৯৯৭ সালের পর ওইভাবে আর পাহারা ছিল না। আবারো ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগের মতো আবারো বিজিবি মোতায়েন থাকবে। তাই আজ থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করার মতো কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জানতে চাইলে মোহসীন রেজা বলেন, ‘কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়নি। সারাদেশের সীমান্ত যেভাবে পাহারা হয়ে থাকে, সেভাবেই সেন্টমার্টিনে বিজিবির সদস্যরা পাহারায় থাকবে। আর বিজিবি তো সব সময়ই অস্ত্রসস্ত্র নিয়েই পাহারায় থাকে। এখানে ভারি অস্ত্র বলতে তেমন কিছু বোঝানো হয়নি।’

এমআই