ইতিহাসের এ দিনে : ১১ নভেম্বর

ইতিহাসের এ দিনে : ১১ নভেম্বর

১৪৯৮ সালের এ দিনে পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমূদ্র অভিযান শুরু হয়।
১৭৯৩ সালের এ দিনে শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
১৮৬৬ সালের এ দিনে কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৮ সালের এ দিনে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৪২ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।
১৯৫২ সালের এ দিনে ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।
১৯৫৩ সালের এ দিনে পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।
১৯৬৬ সালের এ দিনে এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনিসালের এ দিনে১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।
১৯৬৮ সালের এ দিনে মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।
১৯৭০ সালের এ দিনে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ সালের এ দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।
১৯৮২ সালের এ দিনে দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসা ইহুদীবাদী ইসরাইলের সেনা কমান্ডের সদর দফতরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।
১৯৮৯ সালের এ দিনে বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।
১৯৯১ সালের এ দিনে কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।
১৯৯৫ সালের এ দিনে মানবাধিকার লংঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যবাতিল করা হয়।
১৯৯৬ সালের এ দিনে বাংলাদেশ ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৫০ঘ.)