ইতিহাসের এ দিনে : ১১ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ১১ জানুয়ারি

১১৫৮ সালের এ দিনে দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।
১৬১৩ সালের এ দিনে মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
১৬৯৩ সালের এ দিনে ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রায় ষাট হাজার লোকের মৃত্যু হয়।
১৭৫৯ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে।
১৭৭৯ সালের এ দিনে চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৮২ সালের এ দিনে সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
১৮৪৬ সালের এ দিনে নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
১৮৬৬ সালের এ দিনে অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়।
১৮৭৯ সালের এ দিনে এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু হয়।
১৯০৮ সালের এ দিনে গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।
১৯২২ সালের এ দিনে মানবদেহে ডায়াবে
এমজে/