সেই নিজার হত্যায় জড়িত সন্দেহে কানাডায় ৩ ভারতীয় গ্রেপ্তার

সেই নিজার হত্যায় জড়িত সন্দেহে কানাডায় ৩ ভারতীয় গ্রেপ্তার

খালিস্তানপন্থি নেতা হরদিপ সিং নিজার হত্যাকাণ্ডকে ঘিরে গত বছর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়। এই হত্যাকাণ্ডে সরাসরি ভারতীয় এজেন্টরা জড়িত, সরকার জড়িত এমন অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ভারত এমন অভিযোগকে উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চির ধরে। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও শুক্রবার এই হত্যায় জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ। তারা হলেন করণ ব্রার (২২), কামালপ্রীত সিং (২২) ও করানপ্রীত সিং (২৮)। তারা আলবার্তায় একটি নন-পার্মানেন্ট রেসিডেন্সে বসবাস করছিলেন তিন থেকে পাঁচ বছর। এ কথা বলেছেন সুপারিনটেন্ডেন্ট মানদ্বীপ মুকার। তিনি এ ঘটনার তদন্ত টিমের নেতৃত্বে আছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড ঘটনানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আগে থেকে কোনো অভিযোগ ছিল না। গ্রেপ্তার করা ব্যক্তিদের ভারত সরকারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তদন্ত করছে টিম। শুক্রবার সংবাদ সম্মেলনে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারি কমিশনার ডেভিড টেবুল বলেছেন, তদন্ত খুবই সক্রিয় অবস্থায় আছে। এ নিয়ে আলাদা আলাদা তদন্ত হচ্ছে।