রইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রইসির মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনি। দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রইসির মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মী দল।

আগামীকাল মঙ্গলবার তাবরিজে রইসির দাফনকার্য সম্পন্ন করা হবে। হেলিকপ্টারে নিহতদের সবার দাফন কার্যক্রম আগামীকাল রইসির সঙ্গে অনুষ্ঠিত হবে। ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্টের পর দাফন কাফনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।