
কার্গিল যুদ্ধের জন্য যে পাকিস্তানই দায়ী তা স্বীকার করে নিলেন সে দেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ১৯৯৯ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে ‘লাহোর ডিক্লারেশন’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে এই চুক্তি ছিল হাইভোল্টেজ চুক্তি। নাম না করে প্রয়াত প্রাক্তন পাক প্রেসিডেন্ট তথা প্রাক্তন পাক সেনাপ্রধান পারভেজ মুশাররফকে তোপ দেগে নওয়াজ শরিফ এই চুক্তি ভাঙার দায় কার্যত মুশাররফের প্রশাসনের ওপরেই চাপাতে চেয়েছেন বলে মত বহু মহলের।
নওয়াজের পার্টি পিএমএলএনএর বৈঠকে এই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর বাজপেয়ী সাহেব এখানে এসে আমাদের সঙ্গে চুক্তি করেন। যার মূল বিষয় দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো একাধিক বিষয়। কিন্তু বাস্তবে এই একটি বিষয়ও মানেনি ইসলামাবাদ। আমরা সেই চুক্তি লঙ্ঘন করেছি... এটা আমাদের দোষ ছিল'।
পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উপলক্ষে পিএমএল-এন সভায় জনগণকে ভাষণ দিতে গিয়েই ভারতের সঙ্গে চুক্তি ভাঙার প্রসঙ্গ তোলেন নওয়াজ শরিফ। বলেন, ওই চুক্তি ভাঙার কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের মূল কারণই ছিল ওই চুক্তি ভঙ্গ।
নওয়াজ জানিয়েছেন, ভারতের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকেই নানা পরিকল্পনা করেছিল পাকিস্তান। কার্গিলে একে একে অনুপ্রবেশ করতে শুরু করেছিল সেনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর দু'দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যদিও অনুপ্রবেশের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফের উপর চাপিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সূত্র : ইন্ডিয়া টুডে