সৌদি আরবের মক্কায় হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবের মক্কায় হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবে হজের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে আজ। মঙ্গলবার মক্কা থেকে মিনায় গিয়ে পৌঁছেছেন হজব্রত পালনকারীরা।

মিনায় বুধবার সারা দিন ইবাদত এবং নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহ'র জিকির করবেন। বৃহস্পতিবার আরাফাত ময়দানে যাবেন এবং খুতবা শুনবেন হজ পালনকারীরা। আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে সন্ধ্যায় মুজদালিফায় যাবেন তারা। মুজদালিফায় রাত যাপন করে পর দিন শয়তানকে পাথর ছুঁড়ে মারবেন হজব্রত পালনকারীরা। পরে আবার মিনায় ফেরত গিয়ে আল্লাহর সন্তষ্টির জন্য পশু কোরবানি দেবেন।

করোনার কারণে এবার হজে অংশ নিচ্ছেন মাত্র ১০ হাজার মানুষ। তাদের সুস্থতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতি ৫০ জন হজ পালনকারীর জন্য একজন করে স্বাস্থ্য নেতা নিয়োগ করেছে সৌদি কর্তৃপক্ষ।

।শৈঝৈ/