প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক ও ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ল' রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন।

তার মেয়ে আরশি এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তাঁর মৃত্যু হলো।

ফরুক কাজী ১৯৭২ সালে দৈনিক বাংলার বাণী থেকে সাংবাদিকতা শুরু করেন। ইউএনবিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা ছাড়াও তিনি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। তাঁর বয়স হয়ছিল ৭১ বছর। ১৯৪৯ সলের ১৯ নভেম্বর তিনি কুষ্টিয়ার থানাপাড়ায় জন্মগ্রহণ করেন।

ফারুক কাজী জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের সিনিয়র সদস্য ছিলেন।

এমজে/