ট্রেনে ভয়াবহ শিডিউল বিপর্যয়

ট্রেনে ভয়াবহ শিডিউল বিপর্যয়

গাজীপুরে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের ঢাকাগামী সবগুলো ট্রেনই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। এছাড়া ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছাড়া প্রায় সবগুলো ট্রেন ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ছে। কোন কোন ট্রেন আরও বেশি দেরিতে স্টেশন ছাড়ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ৫৩টি ট্রেন ছেড়ে যায়। তবে শনিবার বিকাল পর্যন্ত মাত্র ৪টি ট্রেন সঠিক সময়ে ছেড়ে গিয়েছে। বাকি ট্রেনগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ছে। এর আগে গত ১লা মে সান্তাহার স্টেশনে যাত্রী কর্তৃক রেলকর্মীদের মারধরের ঘটনা ঘটে। তখন থেকেই পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো শিডিউল জটিলতায় পড়ে।

রেলওয়ে সূত্র জানায়, লাইন ক্লিয়ার না হওয়ার কারণে জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোর বিলম্ব হচ্ছে। শুক্রবার থেকেই এসব ট্রেন বিলম্বে ছাড়ছে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় সব ট্রেনই ২ থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়ছে।

এখনো লাইন পুরোপুরি ঠিক হয়নি।