বাংলাদেশে বিরোধীদের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো ১৫ পেজ-অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

বাংলাদেশে বিরোধীদের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো ১৫ পেজ-অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

ঢাকা, ২০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশ থেকে খোলা ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য এদেরকে বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার এ খবর জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করে গ্রাফিকা নামের এমন একটি কোম্পানির সাহায্যে চালানো অনুসন্ধানের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে এই পাতাগুলো স্বাধীন সংবাদমাধ্যমগুলোর মতো করে সাজানো হয়েছে। এগুলো থেকে সরকারের পক্ষে ও বিরোধীদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতো।

ফেসবুক বলছে, আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে, এর সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে।

ফেসবুক আরো জানিয়েছে, এসব পাতাগুলোর একটিকে অন্তত ১১,৯০০ মানুষ অনুসরণ করত। একইসঙ্গে, এসব পাতা নিজেদের বিজ্ঞাপনের জন্য মোট ৮০০ ডলার খরচ করেছে। প্রথম বিজ্ঞাপনটি দেয়া হয় ২০১৭ সালে এবং সর্বশেষ বিজ্ঞাপনটি দেয়া হয় গত নভেম্বর মাসে।

সেখানে সরিয়ে ফেলা পাতাগুলোর কিছু ছবিও দেয়া হয়।

(জাস্ট নিউজ/একে/২৩৩০ঘ.)