ইন্টারনেট প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ ৩ দিন : বিটিআরসি

ইন্টারনেট প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ ৩ দিন : বিটিআরসি

আগামী ১ ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন অপারেটররা ইন্টারনেট প্যাকেজের মেয়াদ তিন দিনের কম রাখতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। খবর ইউএনবির।

নির্দেশনা অনুযায়ী, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের ন্যূনতম মেয়াদ হবে তিন দিন এবং এই নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এক মাস পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা অতিক্রান্ত হলে তাঁকে ইন্টারনেট প্যাকেজ অথবা বান্ডেল অথবা অফার কিনতে হবে। রবিবার থেকে এই নির্দেশনা চালু হওয়ার কথা রয়েছে।

বিটিআরসি বলছে, ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারের সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে।

এর আগে গত ১৬ জানুয়ারি বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক জানান, ২৭ জানুয়ারির পর থেকে সাত দিনের কম মেয়াদের কোনো ইন্টারনেট প্যাকেজ থাকবে না।

একে/