আইফোন ৫ ব্যবহারকারীদের জন্য অ্যাপল'র সতর্কবার্তা

আইফোন ৫ ব্যবহারকারীদের জন্য অ্যাপল'র সতর্কবার্তা

আইফোন ৫ ব্যবহারকারীদের সতর্ক করে দিল অ্যাপল। যারা আইফোন ৫ ব্যবহার করছেন তাদের সফটওয়্যার আপেডট করতে বলে দিল সংস্থাটি। আগামী ৩ নভেম্বরের মধ্যে ফোনটির ব্যবহারকারীরা যদি আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটি ইন্সটল না করেন তবে তাদের সমস্যায় পড়তে হবে।

আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটি ইন্সটল না করলে ব্যবহার করা যাবে না ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড। এমনকি ওয়েব ব্রাউজিং করতেও বাধার সম্মুখীন হতে হবে। ৩ নভেম্বরের মধ্যে আপডেট না করলে সেক্ষেত্রে তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন ৫ এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।

শুধুমাত্র আইফোন ৫ নয়, সফটওয়্যার আপডেট না করলে চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। তবে তারা শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন। বাদ বাকি সব কিছু ঠিক থাকবে।

উল্লেখ্য, আইফোন ৫ বাজারে এসেছিলো ২০১২ সালে। সাত বছরের মধ্যে এবারই প্রথম সফটওয়্যার আপডেটের অনুরোধ জানালো অ্যাপল।

এমজে/