ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট হারিয়ে গেছে!

ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট হারিয়ে গেছে!

ঢাকা, ৩ এপ্রিল (জাস্ট নিউজ) : সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইটের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে ভারত। চলতি সপ্তাহেই স্যাটেলাইটটি স্টেশনের সঙ্গে সংযোগ হারিয়েছে। ভারতের মহাকাশ সংস্থা সোমবার জানিয়েছে, তারা এখন পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।

নিজস্ব ব্যবস্থাপনায় বৃহস্পতিবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের তৃতীয় ও চূড়ান্ত ধাপে এটি সংযোগ হারায়। তবে কেন এটা ঘটেছে তা জানায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

নিজেদের ওয়েবসাইটে ইসরো জানিয়েছে, ‘স্যাটেলাইটটির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চলছে।’ সূত্র: রয়টার্স।

(জাস্ট নিউজ/এমআই/১১৪৫ঘ.)