এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারে বয়সসীমা নির্ধারণ

এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারে বয়সসীমা নির্ধারণ

ঢাকা, ১৯ আগস্ট (জাস্ট নিউজ) : প্রচলিত ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম৷ তবে এতদিন অ্যাপটির ব্যবহারিক দিক থেকে কোন সীমাবদ্ধতা ছিল না৷ কিন্তু ইউরোপিয় অঞ্চলগুলির বেশ কিছু জায়গায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য রয়েছে নির্দিষ্ট বয়সসীমা।

তাই সম্প্রতি সব দেশেই এটি ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের নির্দেশিকা অনুযায়ী ইউজারের বয়স হতে হবে ১৬ বছরের উর্দ্ধে৷ কারণ অ্যাপটিতে রেজিস্ট্রেশনের সময় বয়সের বিষয়টিও গুরুত্ব পাবে৷ অন্যদিকে, ভারত বা বিশ্বের অন্যান্য দেশগুলিতে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশনের জন্য ইউজারের বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর৷

পাশাপাশি ভুয়া তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশনের ঘটনাও কম নয়৷ এই ধরণের কার্যকলাপ নীতি লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে৷ যদি, কোন অনুর্দ্ধ ইউজার বিনা অনুমতিতে হোয়াটস অ্যাপ ব্যবহার করে থাকেন তবে, তা একটি অপরাধ৷ আইন লঙ্ঘনের বিষয়টি নিয়ে আপনি যদি সচেতন হন, দায়ের করতে পারেন অভিযোগও৷ এই ধরণের সুবিধাও দিতে যাচ্ছে কর্তৃপক্ষ৷

অনুর্দ্ধ ইউজাররা ম্যাসেজিং অ্যাপটিকে ব্যবহার করলে আপনি তাকে কীভাবে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেটি শিখিয়ে দিতে পারেন৷ অন্যদিকে, আপনি যদি অনুর্দ্ধ ইউজারদের বিষয়ে কোন তথ্য জানাতে চান সেক্ষেত্রে, মেল করতে পারেন কর্তৃপক্ষকে৷ তবে, অবশ্যই সঙ্গে থাকতে হবে প্রমাণ৷ যেমন-জন্ম তারিখ, মোবাইলের নম্বর ইত্যাদি৷ উপযুক্ত প্রমাণ বন্ধ করতে পারে উক্ত হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টকে৷ তবে প্রয়োজনীয় তথ্য না থাকলে সেটি সম্ভবপর হবে না৷

(জাস্ট নিউজ/এমআই/১১৪৬ঘ.)