বার্সেলোনায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বার্সেলোনায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা, ২ অক্টোবর (জাস্ট নিউজ) : স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে বিক্ষোভরত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কাতালোনিয়া প্রদেশের রাজধানী বার্সেলোনায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্বাধীনতার দাবিতে গণভোটের বর্ষপূর্তি উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এতে বার্সেলোনাসহ দেশটির অন্য শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। এর মধ্যে বার্সেলোনাতেই বিক্ষোভে অন্তত: এক লাখ ৮০ হাজার মানুষ অংশ নেয়।

কাতালান আঞ্চলিক পার্লামেন্টের সামনে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। অনেকেই দীর্ঘক্ষণ রেলপথ অবরোধ করে রাখে। তারা রাস্তা ও যান চলাচল বন্ধ করে দেয়।

স্বাধীনতার প্রশ্নে জনমত যাচাইয়ে ২০১৭ সালেল ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৭ অক্টোবর এই অঞ্চলটি স্বাধীনতা ঘোষণা করে। তবে স্পেনের সাংবিধানিক আদালত এই গণভোট অনুষ্ঠানকে অবৈধ ঘেষাণা করে। একইসঙ্গে কেন্দ্রীয় শাসন জারি করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৫৩০ঘ.)