হারিকেন মাইকেলের আঘাতে নিহত ১৩, ধেয়ে যাচ্ছে ফ্লোরিডার দিকে

হারিকেন মাইকেলের আঘাতে নিহত ১৩, ধেয়ে যাচ্ছে ফ্লোরিডার দিকে

ঢাকা, ৯ অক্টোবর (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এখন ধেয়ে যাচ্ছে হারিকেন মাইকেল। এদিকে, এরই মধ্যে মধ্য আমেরিকার ইউকাতান উপদ্বীপ ও পশ্চিম কিউবায় হারিকেন মাইকেলের প্রভাবে ব্যাপক বাতাস ও বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এই ১৩ জনের প্রাণহানি ঘটেছে।

এ ব্যাপারে মিয়ামিভিত্তিক হারিকেন কেন্দ্র জানিয়েছে, মধ্য আমেরিকার ইউকাতান ও পশ্চিম কিউবায় আঘাতের সময় মাইকেলের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

কয়েকদিন আগে হন্ডুরাস উপকূলের উত্তরে হারিকেন মাইকেলের সৃষ্টি হয়। বর্তমানে এটি সাফির-সিম্পসন উইন্ড স্কেলে পাঁচ মাত্রার মধ্যে এক মাত্রার ঝড় হিসেবে রয়েছে। তবে ফ্লোরিডায় এটি তিন মাত্রার হারিকেন হিসেবে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এটি ফ্লোরিডায় গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। সূত্র: রয়টার্স

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১২৪৯ঘ.)