দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

ঢাকা, ১৯ অঅক্টোবর (জাস্ট নিউজ) : আফগানিস্তানের কান্দাহারে গভর্নরের কম্পাউন্ডে এক দেহরক্ষীর গুলিতে দেশটির সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আবদুল রাজিক নিহত হয়েছেন।

শনিবারের পার্লামেন্টের নির্বাচন সামনে রেখে আফগান সরকারের জন্য এটাকে সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

গভর্নরের কম্পাউন্ডে একটি বৈঠকের পর এ ঘটনা ঘটে। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার। তবে তিনি হামলা থেকে প্রাণে বেঁচে যান।

গুলিতে আবদুল রাজিকসহ নিহত হন গোয়েন্দা সংস্থা এনডিএর একজন স্থানীয় কমান্ডারও। গুরুতর আহত হন প্রাদেশিক গভর্নর জালমে ওয়েসা।

হামলার দায় স্বীকার করেছে তালেবান। মার্কিন কমান্ডার স্কট মিলার ও রাজিকই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছেন তারা। জঙ্গিদের ঘোরবিরোধী হিসেবে সুপরিচিত ছিলেন রাজিক।

শনিবারই আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন। তার আগে প্রভাবশালী পুলিশপ্রধান জেনারেল রাজিকের মৃত্যু সরকারের জন্য একটি বড় ধাক্কা। তালেবান জঙ্গিরা এরই মধ্যে নির্বাচন বানচালের হুমকি দিয়েছে।

(জাস্ট নিউজ/এমজে/১২৩০ঘ.)