ওবামা-হিলারিকে পাঠানো হলো 'বিস্ফোরক'

ওবামা-হিলারিকে পাঠানো হলো 'বিস্ফোরক'

ঢাকা, ২৪ অক্টোবর (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে 'বিস্ফোরক' পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর দুই দিনের মাথায় এ ঘটনা ঘটলো।

ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ওবামা এবং হিলারির বাড়ির ঠিকানায় পাঠানো ওই সন্দেহজনক প্যাকেট ধরা পড়ে।

এফবিআই বলছে, নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩ অক্টোবর।

এর পর বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন।

বিবিসি জানায়, ওবামা বা ক্লিনটন- কেউই পার্সেলগুলো গ্রহণ করেন নি, বা তাদের কোন বিপদ হবার ঝুঁকি তৈরি হয়নি। এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বারাক ওবামার মুখপাত্র। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স 'হামলার এ চেষ্টাকে' নিন্দা জানিয়েছেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২৩৪ঘ.)