ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নতুন বছরের প্রথম দিনেই ভারতের ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উচ্চৈঃস্বরে গান বাজানো বন্ধে নিষেধ করায় তার এ পরিণতি।

সোমবার রাজ্যের রাঁচি জেলার মান্দার শহরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ওয়াসিম আনসারি (১৯)। তিনি মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে শ্রমিকের কাজ করতেন।

বিবিসি জানায়, নতুন বছরের প্রথম দিনে জোরে গান বাজিয়ে নববর্ষ পালন করছিল মান্দার শহরের একদল যুবক। ওই সময় ওয়াসিম ও তার দুই বন্ধু গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে উভয়পক্ষে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওয়াসিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।

তবে ওয়াসিমের দুই বন্ধু পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান বলে হাসিবুল আনসারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

(জাস্ট নিউজ/ওটি/১৪৫০ঘ.)