জোড়া সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তান, নিহত ২৫

জোড়া সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তান, নিহত ২৫

ইসলামাবাদ, ২৩ নভেম্বর (জাস্ট নিউজ) : শুক্রবার ছুটির দিনে পাকিস্তানে জোড়া বিস্ফোরণ। সকালে প্রথমে করাচির চীনা দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়। সেই ঘটনার কিছু পরেই পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাংগুতে প্রবল বিস্ফোরণ। এই ঘটনায় প্রাথমিকভাবে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, অউরকজাইয়ের কলায়া এলাকার একটি জুমা মসজিদের কাছে হয় বিস্ফোরণটি। জনবহুল এলাকায় বিস্ফোরণের পর হু হু করে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে আহতের সংখ্যা। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিনই সকালে আবার করাচির ক্লিনটন এলাকায় চীনা কনস্যুলেটের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় দুই পুলিশকর্মী প্রাণ হারান। আহত হন একজন।
বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি। তাদের তিন জঙ্গিই নিহত হয় পাক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৩৯ঘ.)