অন্যের জন্য আর যুদ্ধ করবে না পাকিস্তান: ইমরান

অন্যের জন্য আর যুদ্ধ করবে না পাকিস্তান: ইমরান

ঢাকা, ২৭ নভেম্বর (জাস্ট নিউজ) : অন্যের জন্য পাকিস্তান আর যুদ্ধে লিপ্ত হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদে সোমবার বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

ইমরান খান বলেন, নিজ দেশের ক্ষতি করে পাকিস্তান অন্যের হয়ে অনেক যুদ্ধ করেছে। এতে শুধু সেনা ও বেসামরিক লোকদের প্রাণহানি ঘটেনি আমাদের দেশের আর্থ- সামাজিক বিন্যাস ভেঙ্গে গেছে।

২০০১ সালে আফগান যুদ্ধের সময় আমেরিকার চাপে পড়ে যুদ্ধে লিপ্ত হয়েছিল পাকিস্তান। ইমরানের কথায় সেদিকেই ইঙ্গিত করেছেন বলে জানা যায়।

সম্প্রতি আমেরিকার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। কয়েকদিন আগেই একপ্রকার বাকযুদ্ধে লিপ্ত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান।
পাকিস্তানের জন্য বরাদ্দকৃত বিলিয়ন ডলার অর্থ সাহায্য বাতিল করে ট্রাম্প।

(জাস্ট নিউজ/এমআই/১১০১ঘ.)