রাশিয়া প্রতিরোধে এবার ন্যাটোর সাহায্য চাইলো ইউক্রেন

রাশিয়া প্রতিরোধে এবার ন্যাটোর সাহায্য চাইলো ইউক্রেন

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : রাশিয়াকে প্রতিরোধ করতে আজভ সাগরে যুদ্ধ জাহাজ প্রেরণ করতে ন্যাটোকে আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো। জার্মানির বিল্ড সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

ন্যাটো ইউক্রেনকে সহযোগিতা এবং নিরাপত্তা দেয়ার জন্য ইউক্রেনের প্রস্তাব মেনে নিয়ে তাদের যুদ্ধ জাহাজ গুলো স্থানান্তর করবে বলেও আশা প্রকাশ করেছেন পোরোশেংকো। এদিকে ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিবে যদিও ইউক্রেন তাদের সদস্য দেশ নয়।

এছাড়া বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামদিমির পুতিন অভিযোগ করেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো ২০১৯ সালের জনপ্রিয়তা বাড়ানোর জন্যই রাশিয়ার নৌবাহিনীকে উত্তেজিত করেছে।

প্রসঙ্গত, গত রবিবার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করে রাশিয়া। এ ঘটনায় ইউক্রেনের ছয় কর্মকর্তা আহত হয়ছেন বলে দাবি করেছে ইউক্রেন। এই ঘটনার পর ইউক্রেনে ৩০ দিনের মার্শাল ল জারি করেছে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪২ঘ.)