যুক্তরাষ্টের বিমান হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ নিহত ২৩

যুক্তরাষ্টের বিমান হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ নিহত ২৩

ঢাকা, ১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে একটি বেসামরিক আবাসিক এলাকায় যুক্তরাষ্টের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সৈন্যদের এক সংঘর্ষের সময় মার্কিন বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে ওই হামলা চালায়। খবর আলজাজিরার।

তালেবানের অবস্থানের ওপর হামলা চালিয়েছে দাবি করলেও মার্কিন বাহিনী ওই এলাকার বেসামরিক মানুষের ওপর নির্মমভাবে বোমাবর্ষণ করেছে।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলেছে, আফগান সেনা ও তালেবানের মধ্যে সংঘর্ষের সময় আফগান সৈন্যরা সাহায্য চাইলে ওই বিমান হামলা চালানো হয়।

তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো।

স্থানীয়দের দাবি, যুক্তরাষ্টের বিমান হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩০ জন। মার্কিন বাহিনী এর আগেও বিমান হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করেছে। সামরিক হোক আর বেসামরিক হোক, মার্কিনিদের লক্ষ্য হলো মুসলমানদের হত্যা করা।

(জাস্ট নিউজ/এমজে/১০১০ঘ.)