জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে জনবিক্ষোভ, আটক ৩৯

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে জনবিক্ষোভ, আটক ৩৯

প্যারিস, ১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

শনিবার প্যারিসের চ্যাম্প এলিসিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষস্থল থেকে ৩৯ জনকে আটক করা হয়েছে।

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহিত করতে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রঁন জ্বালানি তেলের দামের ওপর করারোপের ঘোষণা দিয়েছিলেন। ওই করারোপের পাশাপাশি সরকার ইলেকট্রিক গাড়ি কেনায় প্রণোদনার প্রস্তাব দিয়েছিল। তবে ম্যাক্রঁনের এই সিদ্ধান্ত মানতে অনেকেই নারাজ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা সরকারের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে সব গাড়িচালককে অবশ্যই তাদের গাড়িতে হলুদ জ্যাকেট রাখার অনুরোধ জানিয়েছে।

গত সপ্তাহে বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলোতে ব্যারিকেড পুড়িয়ে বন্ধ করে দেয় এবং তেলের পাম্প, শপিং সেন্টার ও কিছু কারখানায় ট্রাকের প্রবেশ বন্ধ করে দিয়েছিল।

বিবিসি জানিয়েছে, শনিবার সকালে হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করে। এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। সংঘর্ষস্থল থেকে ৩৯ জনকে আটক করা হয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৫০ঘ.)