ভারতে মদ বিক্রি বন্ধের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ

ভারতে মদ বিক্রি বন্ধের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ

ঢাকা, ১৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভারতের পশ্চিমবঙ্গে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে ঝাঁটা হাতে মিছিল করেন কলকাতা রাজ্যের কয়েক হাজার নারী। সম্প্রতি ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে কলকাতার রামলীলা ময়দান থেকে মিছিলে অংশ নেন নারীরা।

মিছিলটি নবান্ন পর্যন্ত যাওয়ার কথা থাকলেও এস এন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছনোর পরে মিছিলটি আটকে দেয় পুলিশ। এর পরে সেখানেই প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা।

ওই দলের সাধারণ সম্পাদক খারওয়ার হোসেন দাবি করেন, ‘অবিলম্বে সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করতে হবে।’

মিছিলে যোগদানকারীরা বলেন, ‘আমরা চাই সরকার নতুন করে যেন মদের লাইসেন্স আর না দেয়। সরকারকে চোলাইয়ের ঘাঁটি ভাঙার জন্য আরও উদ্যোগী হতে হবে।’

বিক্ষোভে অংশগ্রহণকারী মহিলাদের মতে, দিল্লিতে গণধর্ষণ, পার্ক স্ট্রিট অথবা কামদুনি ধর্ষণ-কাণ্ডের প্রতিটিতেই দেখা গিয়েছে যে, অভিযুক্তেরা মত্ত অবস্থায় ছিল।

(জাস্ট নিউজ/এমজে/১৬৪০ঘ.)