ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১০০ শরণার্থী নিখোঁজ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১০০ শরণার্থী নিখোঁজ

ঢাকা, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে নৌকাডুবিতে ৯০ থেকে ১শ’ শরণার্থী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির নৌবাহিনী একথা জানিয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বলেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক আরোহী ছিলেন।

তিনি জানান, উদ্ধারকর্মীরা কয়েকজন নারীসহ মাত্র ১৭ জনকে উদ্ধার করতে পেরেছে।

নৌকাডুবির কয়েক ঘণ্টা পর সাহায্যকারীরা ঘটনাস্থলে পৌঁছে।

কাসেম বলেন, খোম নগরীর অদূরে নৌকাটি ডুবে যায়। নগরীটি লিবিয়ার রাজধানী থেকে প্রায় ১শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

লিবীয় নৌবাহিনী জানায়, অপর ঘটনায় ত্রিপোলীর পশ্চিমে অবস্থিত জাউইয়া’র অদূর থেকে ২৬৭ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

কাসেম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন নারী ও শিশু রয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০০ঘ.)