ফেসবুকে স্ট্যাটাস

রোহিঙ্গা হত্যার স্বীকারোক্তি দিলেন মিয়ানমার সেনাপ্রধান

রোহিঙ্গা হত্যার স্বীকারোক্তি দিলেন মিয়ানমার সেনাপ্রধান

ঢাকা, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিষয়ে এই প্রথম স্বীকারোক্তি দিলেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে ১০ জন রোহিঙ্গাকে হত্যার কথা স্বীকার করেন তিনি। তবে বরাবরের মতোই তিনি রোহিঙ্গাদের ‘বাঙালি জঙ্গি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ফেসবুক পোস্টে সেনা প্রধান বলেন, গ্রামবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা মিলে ‘বাঙালি জঙ্গি’দের বিরুদ্ধে এ হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের প্রথমে আটক এবং পরে হত্যা করা হয়। তার ভাষায়, ‘ইনদিন গ্রামের কয়েকজন গ্রামবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য স্বীকার করেছেন যে, তারা ১০ জন বাঙালি জঙ্গিকে হত্যা করেছেন।’ ২০১৭ সালের ২ সেপ্টেম্বর ওই হত্যাকাণ্ড চালানো হয়।

পরে নিহতদের গণকবর খুঁজে পাওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মিয়ানমার। অবশ্য এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর সেনাপ্রধান ফেসবুক স্ট্যাটাস দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৫৫ঘ.)