রাখাইনে পুলিশের গুলিবিদ্ধ লাশ

রাখাইনে পুলিশের গুলিবিদ্ধ লাশ

ঢাকা, ২৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলে এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষের দাবি, অং কিয়াউ থেট নামের পুলিশের ওই সদস্য গত সপ্তাহে অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের ফাঁদে পড়েন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

রবিবার দেশটির সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, দুই দিন আগে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার হাত, মুখ ও পায়ে গুলির আঘাত রয়েছে। একটি পাহাড়ে ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

কর্তৃপক্ষ আরো দাবি করেছে, এর আগে মাছ ধরতে গিয়ে স্থানীয় রাখাইন জাতিগোষ্ঠীর দুই বৌদ্ধ নিখোঁজ হন এবং পরে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১২০১ঘ.)