বিমান দুর্ঘটনায় স্বামীসহ মেক্সিকোর গভর্নর নিহত

বিমান দুর্ঘটনায় স্বামীসহ মেক্সিকোর গভর্নর নিহত

ঢাকা, ২৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : শপথ গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন মেক্সিকোর পুয়েবলো অঙ্গরাজ্যের নতুন নারী গভর্নর মার্থা এরিকা অ্যালোনসো। এই দুর্ঘটনায় তার স্বামী রাফায়েল মরেনো ভ্যালেও নিহত হয়েছেন। রাফায়েল মরেনো সিনেটর ছিলেন। খবর বিবিসির।

সোমবার অঙ্গরাজ্যটির রাজধানী শহর থেকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।

এতে ওই বিমানের দুই পাইলট ছাড়াও আরো একজন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম নারী গভর্নর হিসেবে পুয়েবলোতে নির্বাচিত হন ৪৫ বছর বয়সী অ্যালোনসো।

তিনি মধ্যডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে ওবরাডোর বলেন, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত করা হবে।

গত জুলাইয়ের নির্বাচনে মান্যুয়েল বারবোসাকে খুবই কম ব্যবধানে হারিয়ে ১৪ ডিসেম্বর শপথ নেন অ্যালোনসো। মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহরটিতে প্রেসিডেন্ট অ্যানড্রেসের পছন্দের প্রার্থী ছিলেন বারবোসা।

(জাস্ট নিউজ/এমজে/১৬৫০ঘ.)