জাতিসংঘের শীর্ষ দূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

জাতিসংঘের শীর্ষ দূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

সোমালিয়ার সরকার জাতিসংঘের শীর্ষ দূত নিকোলাস হেসমকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির সার্বভৌমত্বের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের জন্য তাকে অভিযুক্ত করা হয়। খবর এএফপি’র।

সাম্প্রতিক সহিংসতায় সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে নিকোলাস হেসম উদ্বেগ প্রকাশ করার কয়েকদিন পর এ নির্দেশ দেয়া হয়। দেশটিতে সাম্প্রতিক এ সহিংসতায় বেশ কয়েকজন প্রাণ হারায়।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সোমালিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নিকোলাস হেসম এ দেশে আর কাজ করতে পারবেন না।’

হেসমকে দেশত্যাগের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আক্রমণের লক্ষ্যবস্তু হয় জাতিসংঘ কার্যালয়। কার্যালয়ের অভ্যন্তরে আঘাত হানে সাতটি মর্টার শেল।

আরও পড়ুনঃ ভারাক্রান্ত মন ও কান্নার রোল জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে

এই হামলার কঠোর নিন্দা জানান জাতিসংঘ মহসচিব। তিনি এই ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে সোমালিয়ার কর্তৃপক্ষকে আহ্বান জানান। আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে।

একে/