ইমার্জেন্সি দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প

ইমার্জেন্সি দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা জারি করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়াল নির্মাণ সংক্রান্ত খরচের একটি তহবিল অনুমোদন দেয়ার বিল প্রত্যাখ্যান করেছে সদ্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়া ডেমোক্রেটরা। এর ফলে ট্রাম্প জরুরি অবস্থার হুমকি দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ওই তহবিল অনুমোদনের বিষয়ে সিনিয়র কিছু ডেমোক্রেটের সঙ্গে সাক্ষাত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তারা তাকে অর্থ ছাড়ের ওই বিলে সম্মতি দিতে অস্বীকৃতি জানায়। এতে ট্রাম্পের দেয়াল নির্মাণ পরিকল্পনা স্থবির হয়ে আছে। এমন অবস্থা চলছে তিন সপ্তাহ ধরে।

ওদিকে ২২ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের ৮ লাখ কর্মকর্তা কর্মচারীদের পাওনা বকেয়া পড়ে আছে। তাই অচলাবস্থা কাটিয়ে উঠার পথ তৈরি করতে শনিবার আবারো বৈঠকে বসার কথা রয়েছে হোয়াইট হাউস ও কংগ্রেস কর্মকর্তাদের।

একে/