সৌদি আরবকে ১৭টি 'ব্ল্যাক হক' দেবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে ১৭টি 'ব্ল্যাক হক' দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা, ১৩ জানুয়ারি (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সৌদি আরবের ২০ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে। সৌদি আরবকে ইউএইচ-৬০এম মডেলের ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৭টি হেলিকপ্টারের মধ্যে আটটি পাবে সৌদি ন্যাশনাল গার্ড বাহিনী। বাকি ৯টি পাবে সৌদি রাজকীয় বিশেষ নিরাপত্তা বাহিনী। ২০২২ সালের মধ্যে সৌদি আরবকে এসব হেলিকপ্টার সরবরাহ করা হবে।

১৯৭৯ সাল থেকে মার্কিন সেনারা ইউএইচ-৬০এম মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করছে। এ হেলিকপ্টারকে যুদ্ধ, তল্লাশি কিংবা উদ্ধারের মতো বহুমুখী অভিযানে ব্যবহার করা যায়। পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টারকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হিসেবেও ব্যবহার করা যায়।

ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে যখন দেশটির কাছে অস্ত্র বিক্রি না করার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে তখন যুক্তরাষ্ট্র রিয়াদকে এসব হেলিকপ্টার দেয়ার চুক্তি করল। -প্রেস টিভি

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০০ঘ.)