ফিলিস্তিনিদের ত্রাণ বন্ধ ডব্লিউএফপির

ফিলিস্তিনিদের ত্রাণ বন্ধ ডব্লিউএফপির

 

অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

আর্থিক সংকটের কারণে সহায়তা বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ফিলিস্তিনে নিয়োজিত সংস্থাটির পরিচালক স্টিফেন কার্নি।

তিনি বলেন, চলতি বছরের প্রথম থেকে পশ্চিম তীরের প্রায় ২৭ হাজার ফিলিস্তিনিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি আর ত্রাণ সহায়তা দিচ্ছে না।

এছাড়া গাজার এক লাখ ১০ হাজারসহ অন্য এক লাখ ৬৫ হাজার ফিলিস্তিনি সচরাচর যে ত্রাণ সহায়তা পেতেন তা কমিয়ে আনা হয়েছে। খবর আলজাজিরার।

এমজে/