মেক্সিকোতে পাইপলাইনে বিস্ফোরণে নিহত বেড়ে ৭১

মেক্সিকোতে পাইপলাইনে বিস্ফোরণে নিহত বেড়ে ৭১

 

মেক্সিকোর হিদালগো প্রদেশে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহত সংখ্যার বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে আরও ৭৬ জন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হিদালগু রাজ্যের গভর্নর ওমর ফায়াদ।

শুক্রবার রাতে ত্লাহুয়েলিলপান শহরের কাছে ‘তুলা’ তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট অ্যানড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর এ ঘটনা নিয়ে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, এতে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রাদেশিক গভর্নর ওমর ফায়াদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই এলাকা এখন প্রচণ্ড উত্তপ্ত হয়ে আছে। যে কারণে উদ্ধারকর্মীদের অপেক্ষা করতে হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাতের আকাশে দাউ দাউ করে আগুন জ্বলতে ও কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে যেতে দেখা গেছে। তার মধ্যে লোকজনের চিৎকার ও কান্নার আওয়াজও পাওয়া গেছে।

অতীতেও মেক্সিকোর এই কোম্পানির তেলের পাইপলাইনে বিস্ফোরণে অনেক মানুষের প্রাণহানির রেকর্ড রয়েছে। ২০১৩ সালে মেক্সিকো সিটিতে কোম্পানির প্রধান কার্যালয়ে এক বিস্ফোরণে ৩৭ জনের প্রাণহানি ঘটে। ২০১২ সালে পেমেক্সের এক গ্যাস স্থাপনায় আগুনে ২৬ জন মারা যায়।

এমজে/