খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ

খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ

সাংবাদিক জামাল খাশোগি হত্যার আন্তর্জাতিক তদন্তে নেতৃত্ব দেবে জাতিসংঘ। সংস্থার বিচারবহির্ভূত হত্যাকান্ড সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যাগেনস কাল্লামার্ড বলেছেন, খাশোগি হত্যাকান্ডে আমি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নেতৃত্ব দেবো।

আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি তুরস্ক সফর করতে পারেন বলে জানিয়েছেন। এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলেন।

গত বছরের ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগিকে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরবের একটি দল তাকে হত্যা করে। তবে এর সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সৌদি আরব। - রয়টার্স

একে/