ব্রাজিলে খনির বাঁধ ধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

ব্রাজিলে খনির বাঁধ ধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

ব্রাজিলে খনির বাঁধ ধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যারা নিখোঁজ ছিলেন বলে আগে বলা হয়েছিল, তাদের সবাইকে নিহত বলেই ধরে নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত ১১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল। আর নিখোঁজ ছিলেন ২৩৮ জন। শুক্রবার দিনগত রাতে এসে ধারণা করা হচ্ছে, ওই নিখোঁজ ব্যক্তিরাও নিহত হয়েছেন।

এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত থাকার আশা ক্ষীণ।

এর আগে, ২৫ জানুয়ারি দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

এমজে/