শ্রীলঙ্কায় ফের মেয়েদের মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কায় ফের মেয়েদের মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কা, ১৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : শ্রীলঙ্কার মেয়েরা মদ কিনতে পারবেন না। ফের জারি হল নিষেধাজ্ঞা। ১৯৭৯ সাল থেকে শ্রীলঙ্কায় চলে আসছে এই আইন। লিঙ্গ বৈষম্য প্রত্যাহার করতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন দেশের একাধিক মানবাধিকার সংগঠন। শেষে চাপে পড়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সমালোচনায় তোলপাড় হয় গোটা শ্রীলঙ্কা। অনেকেই অভিযোগ করেছেন লিঙ্গ বৈষম্যের অজুহাতে দেশের নারীদের মাদকাসক্ত করতে চাইছে সরকার। তাই ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের নারীদের মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল শ্রীসেন।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, দেশর সরকার গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায়বিচার এবং ভাল ব্যবহারকে ভিত করেই তৈরি হয়েছে। অর্থমন্ত্রীর সাময়িক কয়েকটি সিদ্ধান্তে সেই ভিতে আঘাত হানছিল। সেকারণেই পুণরায় আগের আইন বলবৎ করা হচ্ছে।

তবে রাত পর্যন্ত পানশালা খোলা থাকবে। তাতে কোনও পরিবর্তন ঘটানো হচ্ছে না। কাজেই এবার ফের পুরনো আইন জারি হল। নারীরা মদ্যপান করতে পারবেন কিন্তু দোকানে কিনতে পারবেন না।

(জাস্ট নিউজ/জেআর/১০৩৫ঘ.)