শত্রুর হুমকিতে ইরান ভীত নয়: জেনারেল বাকেরি

শত্রুর হুমকিতে ইরান ভীত নয়: জেনারেল বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা শক্তির বিরুদ্ধে শত্রুর হুমকিতে তেহরান ভীত নয়। এসব কথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

বৃহস্পতিবার রাজধানী তেহরানে সমরাস্ত্র প্রদর্শনীতে বিদেশি রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব মিত্র দেশের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। সামরিক ক্ষেত্রে ইরানের নীতি ও কৌশল প্রতিরক্ষামূলক বলে তিনি ঘোষণা করেন।

জেনারেল বাকেরি বলেন, ইরান যে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তা এখন সবার কাছেই স্পষ্ট।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ইরানের সাফল্য তুলে ধরে মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেন, ইরাক ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর পাশে থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস-কে পরাজিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

এমজে/